ঢাকা, বুধবার   ০৬ নভেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রোববার উপনির্বাচন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৩, ৪ নভেম্বর ২০২৩

আগামীকাল ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচন। আজ দুপুর ১টার পর থেকে নির্বাচনী সরাঞ্জাম বিতরণ করা হয়েছে।

এই সময় সরাইল উপজেলার ৮৪টি ভোট কেন্দ্র ও আশুগঞ্জ উপজেলার ৪৮টি ভোট কেন্দ্র মিলয়ে মোট ১৩২টি ভোটকেন্দ্রের জন্য ব্যালট পেপার, ব্যালট বক্স, সিলসহ বিভিন্ন সরঞ্জাম বিতরণ করা হয়। 

সরাইল ও আশুগঞ্জ উপজেলা কার্যলয়ে প্রিজাইডিং অফিসারদের কাছে এসব সরাঞ্জাম বুঝিয়ে দেন দুই উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা। পরে তারা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এসব সরাঞ্জাম ভোট কেন্দ্রের উদ্দেশ্যে নিয়ে যান।

এই ব্যাপারে জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহগীর আলম জানান, সুষ্ঠু ও স্বতস্ফূর্তভাবে উপনির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচনের সার্বিক নিরাপত্তায় র‌্যাব, পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পর্যাপ্ত পরিমাণ আইনশৃংঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবে। 

গত ৩০ সেপ্টেম্বর এই আসনের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভুইয়া মৃত্যুবরণ করায় উপ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১০ হাজার ৭২ জন।

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি